কথার মায়ায় পড়ে সেদিন
মন দিয়েছি যারে
সেই কথা আজ বিদ্ধ করে
বুকের চারিধারে।
কথার মায়ায় দিন কেটেছে
দিন গেছে মোর বহে
সেই কথা আজ হারিয়ে গেলে
প্রানে কি তা সহে।
যে কথা ছিল সেদিন
বুক ভরা গান
সেই কথা আজ যেন
বিষে ভরা বাণ।
তাই আজ কথা বলিনা আমি
চুপ করে থাকি সদায়
তবুও সে কথা কানে বাজে মোর
মনকে কেমনে বোঝায়।
কথার পাখি হারিয়ে গেছে
কোথায় খুজিবো তারে
কার মায়ায় পড়ে যে আজ
ভুলে গেলি মোরে।
আর তো সইতে পারিনা আজ
তার শিকলে হয়েছি বদ্ধ
চোখ ফেটে মোর জল বয়ে যায়
কন্ঠ হয়েছে রুদ্ধ।
একবার শুধু আয়না ফিরে
দেখিব এক নজরে
তোর ঐ কথার মায়া আমি
দিবো তোরে ফিরিয়ে।