আমি যা পেয়েছি তার
হারিয়েছি যে বেশি
জীবন নিয়ে তবু আমি
রয়েছি অনেক খুশি,
কি হারালাম কি যে পেলাম
হিসাব তার করি না
যা পেয়েছি খুশি আছি
পিছু ফিরে চাইনা,
আপন জনই নিলো কেড়ে
আমার প্রাণের সুখ
খুললো মুখোশ দুঃখে আমার
ভরিয়ে দিল বুক,
পর মানুষের দোষ দিব কি
কপাল আমার পোড়া
যেদিকে তাকাই বৃষ্টি ঝরে
সাগরে নামে খরা,
তাই বলে যাই বিধাতাকে
করলে কেন এমন
তোমার কাছে প্রশ্ন আমার
আছি আমি কেমন?
কি দোষ আমার ছিল বলো
জীবন মরুভূমি
আপন মানুষ সবাই দূরে
পর হয়েছি আমি,
জীবনকে তাই বলি আমি
পাষাণ করো মন
কষ্টে তোমার জীবন গড়ো
মন পোড়ো প্রতিক্ষণ,
পুড়ে যেদিন সোনা হবে
সেদিন হবে দামি
জীবনে যা হারিয়েছ তার
মূল্য পাবে তুমি!