হৃদয় কোণে আছে আমার
মায়াবী এক পাখি,
যতন করে রাখি তারে
আদর করে ডাকি।
পাখি বড়ই অভিমানী
ছোট্ট কথায় কাদায়,
মিষ্টি হেসে মন ভুলিয়ে,
খুশিতে মন মাতায়।
বুকের খাঁচায় চুপটি করে
ঘুমায় আমার পাখি,
খুশিতে সে লাফিয়ে বেড়ায়
যখন নামটি ধরে ডাকি।
সোনার পাখি চালাক অতি
এই কাদাঁয় এই হাসায়,
দুষ্ট পাখি পালিয়ে বেড়ায়
রয়না সে মোর বাসায়।
পাখিটা যে ঘর বোঝেনা
বোঝেনা সে মন,
তাহার লাগি দিবানিশি
পুড়ি প্রতিক্ষণ।
পাখি আমার দূরে গেলে
টান পড়ে মোর প্রানে,
জানের মাঝে জানপাখি সে
আমায় আপন মানে।
দূরে তুই যাসনা পাখি
মায়া ভরা তোর মুখ,
তোর ওই চোখে তাকিয়ে
পাই যে সুখ।
সুখের আশায় তোরে পাখি
বন্দি করেছি বুকে,
ভালবেসে রাখবো তোরে
থাকবো আমি সুখে।
     *****