সমাজ তোমায় মানিনা
করি আমি ঘৃণা,
সমাজ তুমি দিয়েছ আমায়
শত শত লাঞ্চনা।
সমাজ তুমি মিথ্যাবাদী
বড় নিষ্ঠুর তুমি,
তোমার কারণে দিশাহীন আজ
পথে পথে ঘুরি আমি।
সমাজ তুমি কলঙ্কিত
তুমি বড় নির্দয়,
তোমার মাঝে থেকে আজ
ভেঙে গেছে মোর হৃদয়।
সমাজ তুমি বড়ই পাপী
ভেঙেছে আমার মন,
তোমার জন‍্য হারিয়ে গেছে
আমার প্রিয়জন।
সমাজ তুমি জ্ঞান দিওনা
বুঝে গেছি আমি খেলা,
তোমার নামে মিথ্যা শুধু
পেলাম অবহেলা।
সমাজ তোমায় ত‍্যাগ করলাম
নিজের মতো বাঁচবো,
ফিরবোনা আর তোমার দ্বারে
দূংখ পেলেও হাসবো।