বিশ্বটা এক পাগলা গারদ
পাগল হইলাম মোরা
বিধাতার কাছে চাবিকাঠি
খেলিছে বিশ্বজোড়া।
এক পাগলে তিন পাগল
তিন পাগলে শত
হাজার পাগল মিলে মিশে
রঙ্গ করে কত।
ভুবন জুড়ে পাগল নামে
বসে রঙের মেলা
সেই মেলাতে বসে করে
হরেক রকম খেলা।
পাগলের সেই পাগলামিতে
মজে গেছে মন
সেই নেশাতে আসর জমে
বিলায় প্রানের ধন।
হরেক রকম পাগল মাঝে
আমি পাগল ভাবি
দুদিনের এই ভবের মেলায়
আর কত কাল রবি।
দুচোখ ভরে দেখবি কত
রঙ তামাশার অভিনয়
ভালবাসা মান অভিমান
সম্পদেরী বড়ায়।
চোখ বুজিলে তুই পাগলরে
কে রাখিবে মনে
কে আর বলিবে আপন তোরে
ডাকিবে কোন জনে?
তাই বলে যাই পাগলরে শোন
মজিস না এ খেলায়
তৈরী হয়েনে ছাড়তে ভুবন
পাড়ি দে অবেলায়।