তোমার আশায় পথ চেয়ে মোর
বেলা না যায় বহি,
তোমায় ভেবে ছলছল আখি
হয়েছে যে নদী,
বিরহেরী প্রভাত বেলায়
না সহে মোর জ্বালা,
মন কিনারে তোমায় সদায়
খুজে হইলাম সারা,
আখিপানে একবার তুমি
চাহিয়া দেখো যদি,
পাথর মন গলিবে তোমার
বুঝিতে পারিবে সবই,
দূরে থেকে এই যাতনা
কেন মোরে দাও?
প্রতিক্ষার এ প্রহর কেন
আমায় দিয়ে যাও?
গোপন করে রাখবো বুকে
ভালবাসার দীক্ষা,
তোমায় আশায় গুনবো যে দিন
করবো আমি প্রতিক্ষা।