তুমি কোথায় আছো
আছো কোথায় লুকিয়ে
আর কবে মিলবে দেখা
মিথ্যা এই শহরে।
জীবন ভর ছুটে চলেছি
আমি শান্তির খোঁজে
শান্তি চলে উল্টা পথে
আমাকে না বোঝে।
শান্তি বুঝি রাগ করেছে
দেয়না তাই দেখা
তাই কপালে পড়ল বুঝি
অশান্তির রেখা।
কোথায় তুমি খুজবো কোথায়
মিলবে কোথায় গেলে
দুচোখ বুজে ঘুমাবো একটু
তোমার দেখা পেলে।
সঞ্চয় যা করেছি আমি
সারাজীবন ধরে
শান্তি যদি পেতাম তোমায়
দিতাম দু হাত ভরে।
ধন সম্পদ যা আছে মোর
দিয়ে দিবো তোমায়
শুধু একটু শান্তি খুজে
দান করো আমায়।