রাত ব্যর্থ প্রেমিকের।
রাত নেশাখোরের।
তালা দেওয়া মুদিখানার বাইরে পাহারা দেওয়া কুকুরের পোষা রাত।
রাত স্বপ্নের। কল্পনার সুতো দিয়ে বোনা স্বপ্ন।
বাদুড়ের রাত আর পেঁচার রাত আমার রাতে মিশে যায়।
রাতে অর্ধেক পৃথিবী ঘুমোয়।
স্তব্ধতার রাত খানখান করে আমার বুকভাঙ্গা আর্তনাদ চরাচরে ছড়িয়ে যায়।
রাত বিষাদের।
রাত অম্লমধুর বেদনার।
রাত সরল।
রাতের অন্ধকার কুটিলতাহীন। প্যাঁচহীন। শুধু কালো।
রাতের খোলা জানালায় শীতল বাতাস।
জানালায় মাথা রাখা মধ্যবিত্ত পিতার হাহাকারের রাত।
রাত খাম্বাজের।
রাত সেতারের টঙ্কারের।
রাত তোমার।
আর রাত আমার।