আমেরিকার দক্ষিণতম সীমান্ত  
এখানটা মার্কিন মানচিত্রে কিছু ল্যান্ড
সরু হয়ে প্রবালের দ্বীপপুঞ্জ কেটে শ'খানিক মাইল
ঈগলের সুচারু ধারালো ঠোঁট বাঁকা দুটো সমুদ্রে
মিশে গেছে, "কি-ওয়েস্ট", শাদা বালু, ঈগল প্রবাল
ওষ্ঠে তার এখনো কিছু  ছেঁড়া ফেরা মাটি লেগে আছে!


বারমুডা শর্টস ডেনিম জিন্স
সাদা হ্যাট?
আহা এমন তীব্র রোদে
এক শ্যামলী রূপসী ঘেমে গেছে, আমি দেখি পাশের সাগরে
কিছু চিল উড়ে যায় এক দল নক্ষত্র হয়ে
এদিক সেদিক কিছু পাম ট্রি উন্মাদ
জ্যামিতিক সিমেট্রি ভেঙ্গে
সঠিক আটলান্টিক নাকি মেহিকো গলফ্ থেকে আসা ঝড়ো বাতাসে  
মনে আশা সব চুল তার উড়তে থাকুক চিরকাল দিবস রজনী
কাঁপিয়ে এই প্রবাল ভুমি অশনি সংকেত দিক, সব লোক ঘরে
যাক, সব জাহাজ ভেসে যাক দুরন্ত সাগরে!


এখানে ফুচকা নেই, নেই কোনো ছোলা ভাটুরা;
আইসক্রিম এনে দিতে পারি,
নয়বা এক প্লেট সোর্ড ফিস কাটলেট,
আটলান্টিকে সানসেট গলা জলে
লেজ সহ মাখনে  স্নান করা লবস্টার
তা ও এনে দিতে পারি
এখনতো আমার অনেক ডলার;


বহুদিন তুমি নেই, থাকবে না কোনো সৈকতে,
সেটা জানা নাকি অজানা জানা ...
থাকবে না তোমার স্লিপার-জলছাপ আদ্র বালুদের বুকে
তবুতো  একাকী এলাম হারিয়ে হারিয়ে সবকিছু ফেলে
তুমি হুট করে কোত্থেকে এলে? তাও আবার এই বেশে?
জলাধার প্রবাল দেশে?
দেখি দেখি চিমটি কাটোতো দেখি নয়বা কামড়ে দাও
আগেকার মতো ধারালো হাংগর-কৌণিক দাঁতে
যাতে কোনো ব্যথা নেই
যাতে এই নিদ্রা না ভাঙ্গে আর কোনোদিন এই ভুবনে!