"সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো,..."
-----------------------------------------
আমার সকালে
ক্যাপাচিনো এসপ্রেসো চিনামাটি কাপে
দুগ্ধ ফেনিল এক
শাদা চিল ডাক দিয়ে যায়
ব্যালকনি ছেড়ে
এসোনাগো নীল ভরা সমুদ্রের ধারে
আকাশের এপারে ওপারে ...
নিদাঘ দুপুরে
শীতাতপ ঘরে
মেহগিনি ডিভান ফেলে
মনে মনে
আমি একা হেঁটে যেতে চাই
মাইল দুয়েক পথ


কোনো পুস্পিত রথ
নেবেনা আমায়
জানি আমি তবু হেঁটে যেতে চাই
কিসের আশায় ?
আমার জামার ফ্রেম ঘামে ভিজে যায়
চশমার কাঁচে নাকি সমস্ত আকাশ
ভেঙে ভেঙে একাকার
কবেকার বেকার সব কথার ভেতরে
নিস্তদ্ধ দুপুরে
পলাশের বনে
ধরবে আগুন
আমি তাতে পুড়ে ফের ভস্ম হতে চাই !
---------------------------
"তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি,
ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি॥"


** এই কবিতাটা আমি অন্য একটা এই আসরের চেয়ে অনেক ছোটো কবিতার সাইটে একজন নারীর ছদ্মনামে (সায়নী মিত্র নামে) লিখেছিলাম।
যেহেতু নারীর ছদ্মনাম, তাই তার মনের ভার্সানটা  সন্ধান করা হয়েছিলো।