অবসর প্রাপ্তির পর, যখন তখন
ওক্ পাইন বনে এখানে সেখানে
রোদ ভরা ব্যালকনি ঝুলে থাকে
আমার অলীক সাম্রাজ্যে আর তার
আরো বেশি অলীক মেরুন আঁচলে,
মেহগিনি ডিভানে তার তীর্থযাত্রী হতে গিয়ে
সমগ্র পৃথিবীটা আচমকা থেমে গিয়ে
ছলাৎ করে গিলে ফেলে এক সমুদ্র
দোলন চাঁপার ঘ্রাণ


নির্বাণ অনির্বাণ গোলক ধাঁধার প্রাণ
উত্তল অবতল সমতল ছিঁড়ে
মৌ মৌ আকাশ পাতাল
ঝিনুক টুকরো মাতাল
এক শাড়ি বিবাগি সিঁড়ি বেয়ে নেমে এসে
তারকা স্নানে ম্লান হয় এই বিশ্বব্রহ্মাণ্ড
শালুকের বনে ভিজে যায় উতল শ্রাবণ
ঘন বারিষ প্লাবন!