হয়তো একদিন ও’হারা উদ্যানে হাজার মাইল কনকোর্স
বেয়ে কেউ একটা পলকে শূন্যে হারিয়ে গেলো
তার স্যামসনাইট রোলিং হুইল ভাঙ্গা স্যুটকেস ফেলে।

সেটা একরাশ ধাতব সচল সিঁড়ি বেয়ে একা একা নেমে এসে
পায়ে রিংটোন টোকা দিয়ে খুলে দিলো বিদেশী রবীন্দ্রভবন,
এই দ্যাখো, কাহার মিউজিয়ামে, বেগুনি শাড়ির কাজে,
ছাতিম তলায় অহম ফুটেছে সুগন্ধি বহুতল পরিধান ভাঁজে
এ্যাতোদিন তারকার মতো বাজে যার চরণে জাগরণে নিদ্রায়
শিকাগো শহরে সমগ্র ডেভন স্ট্রীট সব বিপণী নিভে যায়
চোখে তার লেক শোর ড্রাইভ আঁধারে আঁধার ফ্লাইওভার র‍্যাম্প
কিছু দুরন্ত হাইজ্যাকিং সিধা ফিদা হয়ে গ্যালো,
আমি এখন ফিরবো কিভাবে?
-------------------------------------
* ও'হারা => ওহারা বিমান ব্ন্দর যেখানে হারিয়ে যাওয়া যায়!
ডেভন স্ট্রীট => এই  অতিকায় শপিং এরিয়াটাকে লিটল্ ইন্ডিয়া বলা হয়!
লেকশোর ড্রাইভ=> শিকাগো শহর মিশিগান লেকের পাশে, এক্সপ্রেস
ওয়ে'টার নাম, এটা ধরে ডেভন ষ্ট্রীটে যাওয়া যায়