নাহয় সোয়াপ করা হল স্ত্রী কিংবা স্বামী নয়
অন্যকিছু শামুক ঝিনুক জলছাপ
কানপাশা, শার্ট ব্লাউজ, প্রজাপতি হাসি
বিবাগী মনের হাউজ,
ছবি ছাবা, হ্রদের কুমির, পাটক্ষেত, জয় বিজয়
হিজলিত বন বেগুনী রডোডেনড্রন শিরীষ খোঁপা
ডালিয়ার সাথে, গিরিপথে, বিশ্রী কবিতা,
উল্টো বাঁধা ছাত্র হাসানো সিল্কের টাই, পুরোটাই
বেকারার ডাস্টার, চুলের ফিতা, কেউ রবে নীরবে নিবিড়,
নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম দৈনিক
অরুচি রেসিপি, ফুল্কো লুচি, ওভারটাইম লেদের গ্রিজ
৫০ কিউবিক ফুট অস্ফুট স্যামসাং ফ্রিজ !


পিছল সিঁড়িতে দাঁড়িয়ে দেখি একি আমলকী গাছ গুলো
পাল তুলে চলে গেলো কারো উদ্যানে
যেখানে রোদ সব দুঃখ সুখের চিরুনি দিয়ে
চুল আঁচড়ে,  ঢিলে ব্যাল্কনিতে, হাফ  ভেনাস হয়ে আধা বসে
আধা শুয়ে, মেহগিনি গ্রানাইট ‍... আলগা ডায়নামাইট !


ওক বনে নেমেছে যে মলিন সূর্যালোক
একান্ত একাকী পথিক উদ্ভিদ আলোক
ছুঁয়ে বেদনা বাঁজাতে চায়, অরণ্যের গায়
শ্যামলী রঙের ঠোঁটে আঙ্গুল বোলাতে গিয়ে
ফার্ন পাতায় … মিসেসের জামা ওষুধি ঘ্রাণ
কম্পিত প্রাণ, ফের সুগন্ধি কার্ডিগান ‍... ঊলের
স্যুয়েটার ... মেকি বাটার ‍‍...
এগুলো সব চলো সোয়াপ করে দেখি উচ্চ সুষম শাখাকে
জীবনের "ধূসরিয়া" বাঁকে
দ্বিজ আত্মার অন্তত একজন নামাতে পারি কিনা কাছে ...
যন্তর মন্তর এই দিলাম ফু, আহা উহু,
চলো সোয়াপ করি, তোমার আমার সব সুখ দুঃখকে ...।*
----------------------------------
*ঋণ স্বীকার - অহো না বুঝেও স্মরণ করি একটা কবিতাঃ "সোয়াপ" কবি "নাহো":
http://www.kobita.org/e-baroari/node/32574