তুমিতো আমেরিকানো কফি কাপে
কবিতা এনেছিলে
দুধ ঢেলে চকোলেট সিরাপ মিশিয়ে
দুরন্ত ঘূর্ণন দিয়ে
অবান্তরে বলে গেলে, এই দ্যাখো কেমন
ক্যাপাচিনো সমুদ্র বানিয়ে এনেছি !


অথচ তখনি
দ্যাখনি এক শঙ্খচিল কেমন উড়াল দিয়ে
চলে গিয়েছিলো ফেনিল সমুদ্র থেকে ব্যালকনি আঁধার
বেয়ে এক রেশম বুনোটের অধরা মহলে !


সেই বেলা প্রসারিত হয়েছিলো নির্জন আবর্তন কম্পিত সরণ
শ্যামল বরণ অরণ্যে্র দিকে তুমি চলে গেলে বিষণ্ণ ঘাসে পদছাপ রেখে
আমার নিস্তদ্ধ করতলে
তোমারি বানানো কফি কাপ রইলো তাকিয়ে
আসমুদ্র হিমাচলে হিম নামিয়ে ..................*
-----------------------------------------------
*এই কবিতাটার একটা মিনি ভার্সান অন্য একটা সাইটে ছদ্মনামে পোষ্ট করা হয়েছিলো। সেখানে এটার শিরোনাম ছিলো "কফিকাপে মিনি কবিতা"!