যা কিছু স্নিগ্ধ, যা কিছু স্বপ্নিল,
কচুরি ফুলের মৃদু নীল,
যা কিছু নির্জন, শিশির ফোঁটার মতন
এই ধরো মাঝ রাতে তুষারের বন;
যা কিছু মায়াবী, যা কিছু মোহিনী,
সেতারের তারে ঝংকৃত সোহিনী,
গোধূলির রঙে স্নান করা জল,
মেহেদি মাখা আঁকা করতল,
হিজলের ডালে পাখি,
হরিণী আনোখি আঁখি,
নিবেদিত প্রেমজ চিরকুট, যা কিছু অস্ফুট,
যা কিছু মসৃণ, যা কিছু বেঁধে দেয় ঋণ,
এর সব কিছু,
অথবা যেকোনো একটা কিছু
শুধু মাত্র তোমাকে
তোমাকেই শুধু তোমাকে
এখনো প্রাণ কাঁপিয়ে,
দেয় মনে করিয়ে!