দীর্ঘ কোনো এস্কেলেটরে উঠলেই আজকাল মনে হয় স্বর্গে উঠে যাচ্ছি
খুব ধীরজ গতিতে অবসরপ্রাপ্ত একান্ত এক বৃদ্ধ মানুষ, পেছনের সিঁড়িতে
কিছু তরুণ তরুণী, যারা কিনা দৌড়ে উঠে যেতে চায় কোনো দ্রব্য
যেমন ধরুন 'আই ফোন তেরো প্রো' সেল দেয়া হয়েছে, সেখানে, ওরা
বিচলিত সম্ভ্রম রাখতে গিয়ে বৃদ্ধকে ছাড়িয়ে যেতে পারছে না, আহা
কি দরদী তরুণ তরুণী ওরা, শীতের ভেতরেও শর্ট ড্রেস, তাছাড়া
এই বৃদ্ধ তার ওয়াকিং স্টিকটা বাড়িয়ে দিয়েছে সমগ্র সিঁড়ির স্টেপটার
এপার ওপার মোবাইল রেলিং তক জ্যামিতিক রিয়েলএস্টেট গ্রাস করে,
অবস্টাকল রেস দিয়ে
লাফ ঝাঁপ দিতে গেলে শর্ট ড্রেস উলটে যেতে পারে,
মেয়ের বয়সী তরুণীর, আইফোন তেরো প্রো তৃষ্ণা সব উচ্চ সিলিং তক হাজার ডলার
নয়বা ক্রেডিট কার্ড উড়ে যাবে তাকে নিয়ে,
'বি এফ'  কি তার 'জি এফ'কে কোলে তুলে নেবে মার্বেল মেঝে থেকে?
নাকি তাকে ফ্লোরে ফেলে চলে যাবে ঊর্ধ্বশ্বাসে নিউ মডেল আইফোন নিতে?
এইসব কল্পিত চিত্র হচ্ছে আজকাল আমার কবিতার জাবর কাটার দেশি মুথাঘাস
অথবা সবুজ বুঝি নিওন বাতির বাতাস,
নাকি ছাতামাতা সবই হান্ড্রেড পারসেন্ট পিয়োর কেন্টাকি ব্লু গ্রাস?
জানিনাতো, জানিনাতো, প্রি-ডিমেনশিয়ার প্রবল আভাস ?    :)   :(