নির্জন শীতের রাতে, ট্রিপল পেইন আরগন ভরা জানালার কাঁচে
এখন শুধু  মাইক্রোস্কোপিক জলকণারাশির ক্ষুদ্রাতিক্ষুদ্র ঢেউ,
হাত বাড়ালেই দেখি এক লক্ষ তুমি বিন্দু বিন্দু, অন্য কেউ
দেখুক না দেখুক, আমি দেখি এক সমুদ্র দারুচিনি ঢেউ
কেঁটে আসছে জাহাজ, সমতলে এসে কেড়ে নেবে শেষে
আমার সব ক্রিসমাস কালারড ফিতের সরঞ্জাম
আমার এই নিবিড় ঝাউবন নিরাকার ভস্ম করিয়া দিবে সে, এদিকে
নববর্ষ এলো বলে, মনে মনে এক দীঘল লিস্ট, হাত সাফাই করে নেব
কারো অশরীরী হাত ব্যাগ থেকে,
এই তুমি জারুল গুচ্ছ চাও এই শীতে?


তুমি কি জানোনা জারুলের ‘জা’ নেই এই দেশে,
হালকা বেগুনী কোরিয়ান লাইলাক ক্ষুদ্র পোষ্টাফিস ছাঁপ অঙ্কন করে দেবো ভালোবেসে
সর্বস্ব তোমার পিঠে, যাও  তুমি এবার তোমার লুসেফেরিন রেখে
অন্য পাতায় যাও! আর এসোনা গীতবিতান জলবিন্দু হয়ে
নিষ্করুণ গভীর রাতে এই জানালায়!


জানি আমি, এবার বলবে তুমি
"ক্কী? এটা কী হোলো? হায় ভগবান, এটা একটা কবিতা হোলো?"
হ্যাঁ, অনেক বানানো সব গল্প কবিতা হল, এই ফাঁকে
তুমি এক পৃষ্ঠ পুষ্পাকার লাইলাক স্পর্শ নিয়ে
প্রথম পাতা থেকে অন্য কোনো অদৃশ্য পাতায় চলে যাও!
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍.......আমি কইবো ........ আলহামদুল্লিলাহ ... ইনশাল্লাহ্ ......,
যাও, এখন তুমি অন্য পাতায় চলিয়া যাও