তোমার ওপারে যাবো কোনো ডিঙি আমাকে নেয়না
সন্ধ্যা নেমে এলো আমার এপারে, জোনাকিরা দল বেঁধে
চলে যায় অনেক অনেক দূর কচুরি ফুলের নীলে
বিলে ঝিলে গোধূলি নামে আঁকা বাঁকা শাঁখা পলা
বালুচরি ফ্লোরালে যেন শঙ্খচূড় আঁকা তোমার ওপারে,
শুধু কাশবন শন শন আঁধারে আঁধার নিভে যায়
তুলসি তলার দীপ, মিশ্র বিশাখা তারা ক্ষণ গুনে গুণ টানে
অলক্ত সিঁদুর, সুদূর কোনো দ্বীপের আশায়
বেদনা বিধুর ইমনের মিড়ে কেউ সেজেছে আজ, বেহাগের
সুরে বাঁধা গোলাকার বিশাল লাল টিপ ললাটে তার !


হয়তো কোনো জাহাজ আসবে তার সীমানায় দারুচিনি নিয়ে
সে জাহাজ আমার নয়, আমিতো দাঁড়িয়ে আছি নৌকা ঘাটে
‘আমার শেষ পারানির কড়ি’ – বুক পকেটে
এক বুক ভরা তোমাকে নিয়ে!