এই সমগ্র পৃথিবীটা যেদিন প্রায় শেষ হয়ে যাবে
গভীর পর্বতে কেউ যেন অশোক স্তম্ভ হয়ে
স্খলিত শিলালিপি প্রখর জ্যামিতি তার রম্ভা সম মদির মধ্য ভূগোল মন্থর গতি
বন্ধ করে শুধু মাত্র প্রায় দুটো ডায়মেনশানে ছবি হয়ে দাঁড়িয়ে থাকা,
আঁকাবাঁকা এলো চুলে রাকা শশী আঁকা
পেলব ওষ্ঠ যার ভেঙে চূরে একাকার, অস্ফুট আবেদন
এবার সময় হল, সাত জন্ম নয় তব শতেক জন্মান্তরে
তোমার ঘরে আমার সেই ফেলে আসা ক্ষুদে হাতঘড়ি দিয়ে
সাধনা করেছো বুঝি ? পূজার ডালি রেখে নয়বা এলেই তুমি
সভ্যতার শেষে, সত্যি তোমার শেষ বাক্য অনুযায়ী “কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে”
অমনতর দীর্ঘ কিছুই লিখিনি, বলেছিলে যদি না পারো প্রতিজ্ঞার সিঁড়ি বেয়ে নেমে না যেতে
বরং প্রতীক্ষা গুনে রেখে ফসিলের কাছে একদিন কোনোদিন
নিজেকে সঁপে দেবো, তোমাদের সপ্ত জন্ম আমার বিশ্বাসে নাই
তাই বরং ফসিলের কাছে ফের দেখা হবে, হাজার লক্ষ দিবস রজনী
ক্ষয় হয়ে গেলে তুমি দাঁড়িয়ে থেকো সেই উতল চব্বিশ হয়ে সেই গুহার আঁধারে
ধ্বংসস্তুপে বৈজ্ঞানিক নিদর্শন অথবা তোমার মাথা নত ব্ন্ধ করজোড় করা স্ত্রোতম হয়ে
তোমার জিওলজি প্রস্তরের বুকে অতি পুরাতন যতি চিহ্ন আঁকা
এ্যাবস্ট্রাক্ট ছবির মতন যার মুখ নেই, বুক নেই, চোখ নেই, কোনো কিছু নেই,
কেবল মশারী জালের মতো ইশারা রয়েছে , তোমার কৌণিক স্বাক্ষর বরাবর
এক গুচ্ছ করতল চাপা বুকে নিষিদ্ধ মরে যাওয়া শুকনো উঠোনময় যূথিকা সমন, …… *
===========================================
* "তুমি ডাক দিয়েছ কোন্‌ সকালে কেউ তা জানে না,
আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥
...
তোমার মতো এমন টানে কেউ তো টানে না ॥
বেজে ওঠে পঞ্চমে স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর,
বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না।
আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা,
এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না ॥
https://www.youtube.com/watch?v=051_gqZKPtI