এই রূপসী গ্রানাইট, মেরিনেট করা আমিষ রেসিপি,
এই স্বর্ণকণাময় ইটালির বর্ণীল সিরামিক টাইল,
এই ঘরদোর, তুষারের গান, জানালার ভেতরে জানালা,
এই ধাতব শীতল গ্রিল স্পর্শ করে দেখি সবকিছু … … … অনির্বাণ ফাঁকা !


আকাবাঁকা কার মন উন্মন পুরাতন কাশবন ঘিরে
জলের ওপারে জল ছিলো একদিন হিজল তলায়
সেই জলে ঢেউ দিলে রিন রিন কুহু ধ্বনি শোনা যেতো
এপারে ওপারে ।


সঘন দীঘল সব চিঠির পাতার
নিঝুম কথারা যেন স্নান সেরে
এই মাত্র উঠে এলো, আলো আঁধারে … …


তবুতো একজন বিদায় নিলো
এই নিরালা দরজা থেকে পৃথিবীর অন্য কোনোখানে
সে না বলেও বলে গ্যালো
‘শোনো, বিদায় মানে একটা প্রস্থান, ফের ভেবে দ্যাখো
সেটাতো আবার একটা প্রবেশও হতে পারে
অন্যকোনো গ্রহান্তরের দেশে'
হয়তো সেখানে
বিপণী বিহীন মেঘ বিকিকিনি হয়, নেমপ্লেটে তার … … … স্বাগতম আঁকা!
তোমাকে, একমাত্র তোমাকেই শুধু তোমাকে !