আমার ইচ্ছে আছে
আমি এক গুচ্ছ মেঘ বুনবো
কবিতা খাতায়
পাতায় পাতায়
শ্রাবণ ধরবে বলে
ওরা বড় হলে
কিছু কদম গন্ধ মেখে
একদিন আমি ওদের
ডাকবাক্সে মেইল করে দেবো
ঠিকানা বিহীন !
ওরা ওদের পথ চিনে নেবে
বাস্, আমার সব ঋণ
শোধবোধ আকাশের কাছে !


তারপর, আমার ইচ্ছে আছে
আমি কিছু তারাদের রং দিয়ে
কিছু হৃদয়রক্ত রাগ মিশিয়ে
এক বোতল
পারমানেন্ট আলতা বানাবো,
সে বলবে, "বাঃ বেশতো,
আমিতো তোমাকে দেখে
উঠে এলুম অনেক দূর
জলংগির জল থেকে
পায়ের পাতায় আমার
শালুকের গন্ধ, এই নাও
তুমিই পরিয়ে দাও!
এই, আমার হাটুর পেছনে
আর উরুতে
তুমি সুরসুরি দিওনা যেন ;
মনে নেই?
আমরা দুজনা দূরে থেকেও
ঘড়ির কাঁটার সাথে
একসাথে হয়েছি প্রবীণ ?"
বাস্, আমার কিছু হীরক কণার মতো ঋণ
শোধবোধ এক রাজহংসীর কাছে !