এই পৃথিবীটার কোন্ কর্নারে আজ বর্ণালী তারকা ঝরেছে
খুব জানতে ইচ্ছে হয়
কার ঝর্ণা তলায় আজ শ্রাবণ নেমেছে,
কার্পাস জামার ভেতরে প্রজাপতি বা ঘাসফড়িং ঢুকে গেছে
সেটাও জানতে ইচ্ছে হয়!


এমন নিরালা সব জানার ভেতরে অচিন ঘ্রাণের বাৎসরিক ফুল ফুটে থাকে মাঝে মাঝে
নদীদের পাড়ে নীলাভ ময়ূর দল পেখম মেলে দাঁড়িয়ে থাকে নগরের নটী আসবে বলে
তার ধীরজ বঙ্কিম ভঙ্গিমা যেন কলস নকল করে সুরম্য জাহাজের ঢেউ হতে চায়
কোন্ দারুচিনি বনে জং ধরা নোঙরেরা নেমে খামাকা বালু খামচায়
জলের মতন শঙ্খ, শঙ্খ মতন জল, কাহার হৃদয়ে আজ রডোডেনড্রন
জারুল পাতার গাঙে ভেসে যেতে চায়, নয়নে কাহার ঘোর লেগেছে
সারি সারি জাগ্রত মহুয়া বনে স্কচ নেমেছে কালছে চেরির গায়ে
ক্রিস্টাল বৃষ্টি আর বরফকুচির নিদারুণ সমাহার
সপ্রানো অপেরা নিয়ে পর্দা তুলেছে,
ওরা সব কোথায় এসেছে, খুব জানতে ইচ্ছে হয়,
এই মাতাল সমীরণে … মনে মনে
যখন সবাই গেছে বিজন গহনে !