* এই কবিতাটা অন্য একটা সাইটে  "সায়নী মিত্র" ছদ্মনামে লেখা হয়েছিলো; এটার মুলে ছিলো একটা হারিয়ে যাওয়া পত্র ...
-------------------------------


দু একটা দুর্লভ শেষ বিকেলে
আমিতো প্রতীক্ষা করি
তুমি দেরি করে আসো ...
বিকেল গড়িয়ে গোধূলি জড়িয়ে
সন্ধ্যার রঙ নামে; তুমি রজনীগন্ধা
দিয়ে আমায় সুগন্ধা নারী করে দাও;
তুমিতো জানোনা, তুমি তখন
হাজারো সর্পের গুহার ভেতরে
ফেলেছো তুমি আমায় ফেলেছো !


তোমার হাতে হাত রেখে
তোমার সব কবেকার গল্প কল্পকথায়
খসা তারকা ঝড়ে ঝরে যায়; ওরা
ঝাঁপ দেয় দ্রিম দ্রিম বুকের ভেতরে ।
আমায় তুমি কম্পিতা করেছো তুমি করেছো !


তুমি তবু দেখোনি তোমার নিবিড়ে এসে
আমার সীমানা ছাড়াতে আমি হিমসিম
আমি বিষে বিষে নীল হয়ে যাই,
আমার যন্ত্রণার চীৎকার
তুমি কল্পিত কোনো ভবিষ্যৎ শীৎকার ভেবে ভুল করেছো
তুমি বারবার একই ভুল অংক কষেছো,
তোমার এই সমীকরণে আর সব আছে
কেবল আমার ব্যথিত বিভ্রান্তি নেই
সম্পূর্ণটা চাই তোমার, এক্ষুনি চাই।


আমি যে একান্ত কোনো একা দ্বীপ নই,
আমি যে তখন একটা নিরাকার দ্বীপপুঞ্জে
বাস করি, চারিদিকে কাঁটা তার
আমার দীর্ঘশ্বাসে বিভ্রান্ত বিষ চীৎকার
তুমি শুনেও শোনোনি কোনোদিন !


আমার ভেতরে তখন আগুন আগুন
তোমার ফাগুন আমায় ভাসায় ডোবায়
আমি যে ক্রমে ক্রমে নিষ্প্রভ হয়ে যাচ্ছি
তুমি শোনোনি তোমার সেই খসা
তারকার ধ্বনি প্রতিধ্বনি
আজ নয়, কাল নয়, কোনোদিন নয়!