জলের তলাতে ভাঙা ভাঙা জ্যামিতিক বিম্ব দেখে ভাবি
একি, কোনটা কলস?
পেতলের রঙ? নাকি শ্যামল বরণ ঢেউ ভাঙা প্রেয়সী তোমার
আধেক উদ্ধৃতি?


এমন স্বপ্ন যেন চার যুগ আগে তন্ময় হয়ে সঘন পেছনে চলে যায়
তখনো বলেছি সোনালী কলস নিয়ে জলেতে নেমোনা।
তুমি জলে এলে ওরা মানে পানকৌড়ি দল শামুক ভাঙার ছলে
তোমার ভগ্নাংশ দেখে যে সর্বস্ব সিধা ফিদা হয়ে যায়।


ক্রিস্টাল ক্লিয়ার জলের আয়নায়
এগুলো সব আমার বৃদ্ধ বয়সের ভড়ং-ভাড়ং, রঙ চঙ মাখা
চোখে প্রতিশ্রুতি ভাঙা ব্যথিত বিপণি, যদিও তোমার আড়ং
যার কারুশিল্প এখনো জলের মাঝে কথা বলে যায়,
শতেক জলদস্যুরা জলদ বিমান নিয়ে চলে আসে ভিড় করে
বেলা অবেলায়!
তুমি সেই মোনালিসা হাসি আর ছুঁড়ে দিওনা ওদের সেদিকে
জলের তলায় ......