আজ সকালের রোদ
কাঞ্চনজঙ্ঘা মেলে দিয়ে শুয়ে আছে
গাঢ় বেগুনী ফুলের রেড বাড গাছে !
সেটা যদি লম্বিত পাম ট্রি কিংবা দেবদারু গাছ হতো
তাহলে এই ভঙ্গুর শরীর থেকে সমস্ত কৈশোর
প্রিজমের কাঁচ ভেঙে এক সাঁতারে
প্রশান্ত সাগর পেরিয়ে চলে যেতো ঢাকা শহরে।


আমরাতো অনেকেই জঞ্জাল সরিয়ে রেখেছি ভেবে
নানাবিধ অজ্ঞাত বহমান স্ট্রাকচার গড়ি, গড়তেই থাকি …
গড়তেই থাকি, শুধু গড়তেই থাকি
উড়াল পুলের প্রায় শেষ স্প্যানে এসে পেছনে দেখি
ফেলে আসা নদী ও নগরী বাকল্যান্ডে বাঁধে
এখনো নোঙর গেঁথে আছে, যেটা কিনা একদিন
হয়তোবা কিছুটা রূপসী ছিলো, এখন মরিচা ধরেছে
সর্বস্ব শরীরে, তবু সেটা আমাদের মুক্তি দেবেনা …
কেন যেন মনেহয় কোনোদিন না …