প্রভু, তুমি কি কভু চন্দ্রকে দেখেছো রাতের বেলায়
ফলসা আঙিনা থেকে ধান খেয়ে যেতে ?
একটা ময়ূর এসে মল্লার মিশিয়ে দেয় মধ্যযামে মালকোষে,
রঙিন পেখমে তাঁর অবারিত বেণুবন রেণু নীলাভ আকাশ
নিদারুণ প্রাসাদে তার এক সমুদ্র বসন্ত বাহার
হার মানা হার তৃষ্ণার আবেশ কুণ্ডলী,
অণু পরমাণু ভেঙে তড়িৎ চুম্বক প্রগাঢ় স্মরণ
সাইক্লোট্রন ঘুরিয়ে ঘুরিয়ে, চন্দ্রকে বিভাজন
করে যায়, বিবাগী উঠোনে ?


তবু 'কোথাও কেউ নেই' সেই উঠোনে ?
দেখেছো তুমি এমন কখনো?*
-------------------------------


*এই প্রভুটি হচ্ছেন আমার একজন অতীব শ্রদ্ধেয় কবি বন্ধু, যিনি প্রকাশিত হতে চান না!