আঁধার ব্যালকনি থেকে সামুদ্রিক বাতিঘর অনেক দূর
যেমন দূরত্বে গেছে চলে দ্রোণ ফুল এক অচিন পাহাড়ে !
পাঁচশ বছর পরে, এখনো কখনো বুঝি
আমি স্পর্শের ভাষা খুঁজি
সিক্স হান্ড্রেড থ্রেড কাউন্ট মিশরীয় সিল্ক মিক্সড
কটন শাটিনে, গ্লাস সিটি স্কাইওয়ে ব্রীজ কণা ইলোপ করে
জমিয়ে রাখি ‘এল জি’ ডিপ ফ্রিজারে, যদি কোনোদিন
সেতু বাঁধা যায় বরফ জমাট মউমি নদীর এপারে !


ওপার থেকে পাথরেরা যদি ডাকে, পাঁচশ বছর পরে
এই পৃথিবীর আণবিক মাস্ক খুলে নদীদের বাতায়নে
জিওলজি লেন্স দিয়ে
যদি কোনো মৃত মহিলা রোজেমারি ঘ্রাণের ভাসা লাশ দেখা যায়,
কিসের ভাষায় তার সাথে কথা বলা যাবে, তুমি কি
এখনো এক খোঁপা জাপানি চিরুনি গাঁথা সোনার মতন নারী
সোলার বিম পরিহিতা এক আরব্য রজনী
কুহু কেকা ধ্বনি খেলবে বুক ভরাট আদ্র টাওয়েল নিয়ে
ওয়াল পেপারে ওগো সজনী
ছায়ায় ছায়ায় ‘বাজুবন্দ খুলে খুলে যায়’? *
তবে কেন মিলিয়ে গিয়েছিলে রাশান রুলেট খেলে
কোনো এক মধ্যযাম আঁধারে, বেগুনি বোগেনভিলায়?
------------------------------


*এই কবিতার সাথে শ্যামলী কন্ঠে "বাজুবন্দ খুলে খুলে যায়" গানটার এতোটা মিল যে আমি লিঙ্কটা না দিয়ে পারলাম না,


"Oo sajani bin jane na koi
Jab hum tumse liye prit
Ab prit laga dukh dil vich hoye
Ye konse desh ki rit


Oo janam janam ki rit ko
Na jane to janam atharath jaye
Chahe mane na mane meri prit
Mit mitawa re
Bazuband khul khul jaye
Ho bedardi balma
Bazuband khul khul jaye


https://youtu.be/tOfRsgiDMHk?t=17