কাল রাতে
একটা তারকা যেন এসে খুব শীতে
স্নান করে গেছে মউমি নদীর জলে,
তুষারের গায় রূপালী পায়ের ছাপ !
কিছু প্রেমজ ভস্ম স্পর্শ করা যায়
একটা পাথরে, যেখানে সে বসেছিলো
বাইপাস ব্রিজের ধারে
নদীটার পাড়ে !


ঘন সবুজ পাইন আর
গাঢ় নীল স্প্রুস বন স্তদ্ধ নীরব,
ওরা কেউ কিছুই বলেনা খুলেমেলে,
চন্দ্রালোকে ওরা কী দৃশ্য দেখেছে ?
তুষারের মাঝে,
কেমন সাজে সে এসেছিলো ?
ওরা বলেনি কিছুই
তাই জানিনা জানিনা
সোনালি জরির পাড়ে তার জুঁইফুল
আঁকা ছিলো কিনা!