আজকাল গোধূলি বেলায় মাঝে মাঝে 'মেরে মেহবুবা' সাজে
একঝাঁক মেগা পিক্সেল উড়ে আসে রেড ব্লু গ্রীন কার্ডিগান গায়ে
এল ই ডি আলোতে ওরা পুরোনো সিডিতে কারো তারসানাই মেলোডি দিয়ে
নিজেদের পরিচিতি এঁকে বলে 'এই বৃদ্ধ তুমি চেন কি মোদের? তবে শোনো
বহুদিন আগের এক অচিন বিচিত্র চিকন চিবুকের অলীক কাহিনী
আর তাঁর বিষাদিয়া বাণী ' !


এক পলকে ঝলকে ওঠা
ব্যালকনি খানি 'ওপেন সিজামে' বলেই শপিং মল হয়ে ভেসে যেতে চায়,
অতিকায় এক আধুনিকা সোলার শিখা সম সজ্জিত ড্রোন এসে পাখা
মেলে দেয় ধাতব এস্কেলেটর শতেক হাজার সিঁড়ি
যেন জলসিঁড়ি এক শরীর শিফন নিয়ে ভিজে পরিধানে
উঠে যাবে নায়াগ্রা জোয়ার ভরা উচ্চ সিলিংয়ে;


ওক্ বিমে এঁকে দেবে যুঁই ফুল দিয়ে সেই চিকন চিবুক পাতা
বাহারি সব পিক্সেল, আহা, আমিতো চলে যেতে চাই কবিতা খাতা
নিয়ে, একফালি বালুচরি বালিয়াড়ি কলমি ফুলের ক্ষেতে ঢালু যার পাড়ি
যেখানে কারো নীল শাড়ি বেয়ে নেমে আসে সারি সারি
আমেরিকায় নিষিদ্ধ সব জাপানি ক্ষুদ্র ঝিনুক, নিঃশব্দে চিবিয়ে খায়, জরির স্লিপার
আর সেলফোন সিম, ঠিক যেন এক লক্ষ কাছিমের ডিম! …   :)   :(