আমার এই সৌরজগতে
কেবল তোমার বেলায় লিনিয়ার টাইম ননলিনিয়ার হয়ে যায় !
থেমে যায়, গোত্তা খায়, যখন তখন জানালা জুনালা ভেঙেভুঙে
একাকার, কার্নিশের সুতীব্র রট আয়রন ফলক উড়ে এসে দেয়ালের ক্লক
ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, দিন রাত্রি বৃক্ষ তারকারাজি এঁকে বেঁকে
থম মেরে থাকে সিকোইয়া গাছের শিখরে। পর্দা বিছানা সাটিন চাদর সব উদোম
উন্মাদ আদর খেতে মেঘে ভেসে যায়।


কে তুমি? কেন এমন তুমি? কি ছিলো তোমার ভেতরে? যে
এক কোটি সুচারু ভঙ্গিমা থেকে
আমি তোমার জ্যামিতি মেপে নিতে পারি চোখ বেঁধে, শয়নে
স্বপনে, নিদ্রায় জাগরণে, আলোতে আঁধারে, কান্নায় আনন্দধারায়।


অথচ ভেবে দ্যাখো তোমার সমগ্র গহীন সামুদ্রিক দ্বীপ আমি কখনো দেখিনি
না চন্দ্রালোকে, না সূর্যালোকে; তবু যদি ঈশ্বর এক হাতে নিঃসীম হীরক
রাজত্ব আর অন্যহাতে বালুর কণাতে লুকিয়ে তোমাকে সাধে, আমি বালু তুলে
নেবো, আমি চাইনা অন্য কিছু, আমি চাইনা সুখ, আমি চাইনা আশীর্বাদ,
আমি তবু চিরটা জীবন বারবার দুঃখ ভেবে তোমাকেই তুলে নেব।


যদি দ্যাখো কোথাও একজন জীবনের সবকিছু নীলামে তুলে রাস্তায় ধারে পাথরে
নির্বাক আমরণ বসে আছে,
একবার সময়টাকে স্টপ করে রথে তুলে নিও, তারপর যতো পারো
তোমার ট্রেডমার্ক দুঃখটা পৌনঃপুনিক দিতেই থেকো, দিতেই থেকো
এই পুরাতন শাশ্বতিক লিনিয়ার টাইমের মহাজগতে …*
-------------------------------------------------
*এই কবিতাটার শিরোনাম হতে পারতো, 'Que Sera Sera: whatever will be will be ...', যে গানটার বেশ কিছু ভার্সান আমি আজ অনেকবার শুনলাম, অন্য একটা সাইটে কবিবর ঘোচু'র 'হ্যাপি ড্রাগনফ্রুট, হ্যাপি বার্থ ডে' কবিতাগুচ্ছ পড়ে।