ওই ডোবার জলে তুমি নেমোনা হে সম্রাজ্ঞী,
ওটাতে মারাত্মক পিরাণাহ্ আছে, ওখানে পদ্ম নেই,
ভেসে থাকা ম্যাপল পাতার রঙ তাজের মহলে আমার
গল্পে শোনা হিজল ফুলের মালা তুমি পাবেনা সেখানে।


ওই গাছটার নিবিড়ে তুমি এসোনা হে মহিলা
ওটার বাঁকলে নেশেলি মহুয়া রস আর পয়জন আইভি বিষ মিশে আছে
ওটাতে আমার সব "বিচ্ছিরি" কবিতার ছন্দ হারানো সুর বেসুর
অসুরেরা হাইজ্যাক করে নেবে তোমার উপল সাম্রাজ্য,
লুন্ঠন করে নেবে তোমার প্রশ্বাস তোমার নির্যাস!


ওই উইলো বনের পথে চরণ ফেলোনা তুমি, হে প্রেয়সী
তোমার শ্যামল শরীরে লাল বেগুনী মোহিনী পুষ্প
ভাস্কর্য খনন হবে, তুমি সকল দাগে হবে দাগী সবার কলঙ্কভাগী
বরং তুমি থেকো নীরবে আমার পাহাড়ে সমুদ্র সৈকতে
তাল তমালের আঙিনাতে লাইলাক ডালে হলুদ পাখীর ডাক
শুনে স্বপ্ন পুরোন কোরো, তোমার চোখের জল
মুছে দেবে একাকী শঙ্খচিল উড়ে এসে ব্যালকনি উতল করে,
নিদাঘ দুপুরে, রুদ্ধ বাতাস কিচ্ছু ফেরত না চেয়ে
অর্গান বাজাবে সাথে অলীক সব পিয়ানোর রিডে মেলোডিরা
ইনফ্রাসাউন্ড তরঙ্গ নিয়ে
ভালোবেসে নিদ্রা নামিয়ে দেবে নীরব ডিভানে তোমার দুচোখে ...


-------------------------
"তেরে দিলকা মেরে দিল'সে রিশতা পুরানা হায়
ইন আঁখোসে হর আঁশু মুঝকো চুরানা হায়
তুমি রবে নীরবে
নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী-সম" ... স্মরণে