তুমিতো ভুল প্লাটফর্ম থেকে ভুল ট্রেনে উঠে
অন্যকোনো গ্রহ গ্রহান্ত্ররে চলে যাচ্ছো ভাবো
অতলান্তিক দূরত্ব তুমি ফালি ফালি অলীক বুমেরাং
শেপ করে লক্ষকোটি গাণিতিক নিযুত পদ্ম
মহাপদ্ম জলধি আলোকবর্ষ থেকে সেলফ গাইডেড
মিশাইল ঠোঁটে ব্রহ্মান্ড খন্ড ছুড়ে
সেন্সর বিহীন কাঁঠালী চম্পক মিশ্রণ বিস্মরণ মেখে
জাগ্রত আলোক রশ্মির শ্রুতি বিশ্রুতি
ক্ষেপণাস্ত্র  নিক্ষেপ করে ভাবো … "যে আলো এখানে এখনো মেঘের আড়াল টাচ করেনি,
ওরা কিনা কারো জামার অন্তরীক্ষ ছুয়ে দেবেই দেবে একদিন কোনোদিন"।


আহা অতো ধানাই পানাই তুমি কেন কোরো?
এসো এসো …, না, না, বেরিয়ে এসোনা
মুখর সোহাগি আদুরে পাখি তুমি রেশম প্রাসাদ থেকে বেরিয়ে এসোনা, বরং আমার
আধারে একটা আমলকী ডালে বসে নীরবে নিভৃতে শিস দিয়ে যাও সারাটা নিশীথ!
-------------------------
* এই কবিতাটা অন্য একটা সাইটে সায়নী মিত্র ছদ্মনামে লেখা হয়েছিলো