এইসব সমস্ত ভ্রান্তিময় নিরালা ভ্রমণ
সমাপ্ত হলে এক আঁচল রাত্রি এনে দিও
অবয়বে যাতে কোনো তৃষ্ণা আঁকা নেই,
তারকা বিহীন রাজ্যে সেই,
আর কোনো না-বলা বাণীর ভূমিকা গাঁথুনি নেই!


তবু দু-আঁখি পেলব কলস ভরে ঢেলে দিও
শ্যামলী শেড মাখা আঁধারের  গান,
মণিকোঠা খিড়কি যখন গভীর নিদ্রা খুলে দিয়ে
ফের দুই চোখ ক্যাটারাক্ট নিয়ে ঘুম ঘুম
পর্দা ওঠেছে নড়ে, কেমন বিস্তৃত তোমার ঘ্রাণ ভরা
এমন কফিন, অস্বচ্ছ দূরত্বে,
‘তোমার ভাবনা তারার মতন বাজে’
সকরুণ এস্রাজে!
এমনি নিঝুম এই প্রাণ!