আমি জানি একদিন মাটির তলাতে
গলিত শবের দলে নাম লেখাবো
নির্জন প্রতীক্ষার পর
সেইসব আকাশ কুসুম শব
সাইনবোর্ডে লিখে গেছে
ভালো থেকো
কবরের তলে, জলে স্থলে,
ফাইবস্টার নীল খামে
ব্যথিত ইমজি তোড়া
সার্ভ করা হবে
প্রতি শনিবারে!


যদি একজন এসে বসে
বনজ ঘাসে কান পেতে
অগুন্তি কথা বলে যায় ফিসফিসিয়ে,
কোনো কথা না বলে
এক ফোঁটা আরতি ফোটাবো আমি
তার পদছাপে!


যদি মাটি ফুঁড়ে
কেউ দেয় হাত বাড়িয়ে
দেখবে এম্পটি রুম, শবহীন ঘর
সে যে গেছে হারিয়ে কারো আড়ালে,
আধাঁরে আধাঁরে … … মেরুন শাড়ির পাড়ে বিঁধে থাকা
চোরকাঁটা বেছে দেয় অশরীরী কেউ
তার হাত নেই, পা নেই, মুখ নেই, কোনো কিছু নেই;
সব অবয়ব তার মিশে গেছে নিরালা বাতাসে
অথবা সবুজ বুঝি ঘাসে ……*
-----------------------------------
* "ঘাসের উপর দিয়ে ভেসে যায় সবুজ বাতাস।
    অথবা সবুজ বুঝি ঘাস।", জীবনানন্দ দাশ