যত ছবি আমার পথে ছিলো
আমলকী ডালে বিষণ্ণ দোয়েল
নির্বাসনায় মাইল মাইল
আন্দামান, মার্কিন দেশ,
রূপসী জারুল
প্রথম শিরীষ ফুল
যুবতী প্রেয়সী
সুঠাম বাঁধুনি
উদোম চাহনি
অঢেল প্রপাত
ঝিনুক চিরুনি
আইভরি ক্লিপ
জুঁই ফুল ঘ্রাণ ......


কবুল উচ্চারিতা
নববঁধু
শুধু চুপচুপ নিশ্চুপ
তবু কম্পিত প্রাণ
তবু ভালবাসি
শিশুদের হাসি


অনেক অনেক দিন
ব্ল্যাকবোর্ড ক্রমাগত সাদা হয়ে যাওয়া
পরিত্যক্ত
চকমাখা একাকী ডাস্টার।
স্লাইড শো, মনিটর
পয়েন্টার
ছাত্র ছাত্রীর চোখ
বিমুখ তুষার
নদীদের গান
ব্যথিত সিঁদুর
বেদনা বিধুর
বেদিতে আরতি
কবিতার মুখ
জরির স্লিপার
ভেতরে অসুখ !


হেরে হেরে যাওয়া
কিছু কিছু পাওয়া
অনেক না পাওয়া
এই পথে ফের
যদি যেতে হয়
এই প্রথম
বলবো আমি স্বাগতম
পথ তোমাকে আমার হাজার হাজার
সালাম প্রণাম ..................*
-------------------------‍‍‍‍-------------------------‍‍‍‍
*ঋণ স্বীকারঃ কবিতা “পুনর্বাসন”; কবিঃ শঙ্খ ঘোষ;