ধরো একটা ট্রেনের বগি, তুমি আমি, আর কেউ নেই,
দুরন্ত সেই ট্রেন ফালি ফালি নিঝুম আঁধার কেটে
যাচ্ছে পাতালে !


ধরো হাওয়াই দ্বীপের
কোনো পাঁচ তারা হোটেল লবিতে গিয়ে আমি চাই
সাগর মুখি "লেনাই"
স্যুইট যা কিনা ওদের নাই, হাউজ ফুল,
আমি বলি চলো শাদা বালু
বিজন বীচে সারাটা রাত
ওই প্রবাল দ্বীপের সব আনারস বন হবে উন্মাদ !
ঝরে যাবে সব পিঙ্ক "প্লুমেরিয়া" ফুল !


ধরো কোনো আঁধার আঁধার নাচঘরে
তুমি কারো সাথে ঢিমা তালে করছো ওয়ালজ্,
বিষাদ এঁকেছো তুমি দীঘল উরুর ফালি
হালকা কাজলে যেন,
এহেন সময়ে
আমি ওনাকে সরিয়ে দিয়ে বলি
"এক্সকিউজ মি, মে আই হ্যাভ এ ড্যান্স
উইথ দিস বিউটিফুল লেডি?"


চাঁদটাকে ছিনিয়ে এনে আমি মেঘের আড়াল থেকে, বলি
চন্দ্র তুমি কেন মেঘের ড্রেস পরেছো আজ?
মেরুন শাড়ি বুঝি আর পরোনা তুমি
"রূপালী আগুন ভরা রাতে?"
রাখোনা বুঝি ওই মৃণাল বাহুর হাত স্বপ্নে আমার হাতে?


এইসব সবের একটা কিছু বা সব কিছু যদি সত্যি হতো,
আমি শুধু জানতে চাই, তখন তুমি কি করতে
বা কি বলতে, বলো?
--------------------


* লেনাই => হাওয়াই দ্বীপের ভাষায় ব্যালকনি
* প্লুমেরিয়া => এটা হ্য়তো অনেকেই জানেন, "কাঠগোলাপ"