আমি একটা শাল পাতার থালা নিয়ে এসেছি
আজ সকালে, এক দুই দুয়ারী মহিলার দ্বারে,
শাওয়ারে জল নেই বুঝি তাঁর? কোথায় স্নান করবে আজ
বৈশালী হ্রদ নদী বহুদূর, বিষুবীয় আঁচল রেখায়
বুনিয়াদি ফ্লোরাল সব কুমীরেরা উটের গ্রীবা হয়ে
ওত পেতে আছে? সটানে মারবে টান মেরে জান,
ব্যবহৃত উঠানে!


সুদূর এক অন্য সীমানায়, ভিক্ষুজনেরা সিঁড়ি রাশি
বেয়ে নির্বাণ শীর্ষ তৃষ্ণায় শাল পাতা রস মাখে গায়,
ওরা শাল পাতা খায়, আমিতো শুধু থালা নিয়ে এলাম
রস টস মাখিনি, দ্যাখো পরীক্ষা করেই দ্যাখো
গেরুয়া পরিধানে কোনো শাল রস নেই !
সে কি ? কন্টাক্ট লেন্স বুঝি হারিয়ে ফেলেছো আহা
হাত দিয়ে চিকন চিলের ভুরু
যতোই ঘষোনা তুমি
মীনাক্ষী জল বিন্দু থেকে টুয়েন্টি টুয়েন্টি তৃষা
ফ্রেমের দিশা ভিসা পাবেনা তুমি, শুধু শুধু হবে বৃথা কাঁধে ফিতা
আলোকিতা, বাসি প্রেমের মাদুর পেতে ময়ুর আসনে বসাবে কাহাকে?


শালপাতা থালাতে কি দেবে তুমি আজ এই সকালে?
ঝরা শেফালী? আমি চেয়ে থাকি, এক ঝাঁক বালিহাঁস উড়ে যায়
কারো কবরী ছুঁয়ে, কফি কাপে অ্যালেগরি সাড়ে চুয়াত্তর
রক্ত করবী
সিল মারা পত্রলেখায় নিগুঢ় সব লেন বাইলেন
সেই মহিলার উদারতম ব্যালকনি
বুমেরাং বাইপাস বেঁকে যায় এক নিষিদ্ধ ভূগোলে
পুরাতন হোলি শুরু হয় তার অপহৃত রঙিন মহলে …