একদিন উইপিং উইলো ঝাড়ে
দক্ষিণ থেকে
একটা মনার্ক এসে যেন স্প্যানিশে বলেছিল
‘হোলা, বুয়েনাস টারডেস’ !


বিকেল কেমন করে সন্ধ্যা হয়ে যায়
কার্ডিগান গায়ে, এমন ব্যথিত রঙ
জং ধরে গেছে পুরোনো প্রাসাদে
বৃক্ষরা ক্রমাগত শেকড় গেঁথে দিতে চায়
আমার বার্তায় বাহুল্যতা দিয়ে,
শাখা প্রশাখায়!


জাফলঙে পাথরকুঁচি ফুটেছে
কুর্চি ঝোপের পাশে
সেইসব নীল প্রগাঢ় গারো পাহাড়েরা
হাঁটু জলে পাড় ভিজিয়ে
বেচারি স্লিপার স্লিপ করে যায়
গলিত চাঁদের গোলা মেখে
উদ্ভিদ ভাষা দিয়ে
রাখবে কি লিখে আমাদের
সেইসব বাহুল্যতাময় স্বপ্নের কথা?*
----------------------------------
*ঋণ স্বীকার - "অতিরিক্ত বা বাহুল্য দোষণীয় নয়" - বাহুল্য বর্জন - সৈয়দ নুরুল্লাহেল বাকী
- https://www.bangla-kobita.com/snbaqui/bahulya-shamachar/