আমার কাছের পাহাড় কে বলি, এই তোমার বারান্দা নেই কেন?
সেখানে একফালি মেঘ তো একলা দাঁড়িয়ে থাকতে পারতো
কতক্ষণ রেস্ট নিয়ে তার সাথে কিছুক্ষ্ণণ অবান্তর কথা বলা যেতো,
কেন শুধুমাত্র আরোহণ পূর্ণ এই সারাটা পরিধি তোমার ?
বিকেল ঘনিয়ে এলে অবসর নেবার কোনো বেঞ্চ নেই
অবরোহণ ব্যরিকেড ক্ষত ভরা তোমার শরীরে …
আমাকে যে যেতে হবে
আমাকে যে যেতেই হবে মাটির তলাতে ...


যেতেই হবে? যেতেতো হবেই, তবুতো শেষমেশ বেলা শেষে
আকাশকে বলি, এই, তোমার শরীরে কেন কোনো সিঁড়ি নেই
আমার জানালা থেকে? কেন এই একাকী দোতলা থেকে
আমাকে যেতেই হবে একতলা, তারপরে পাতালতলা ------
ঝর্ণা তলার বদলে?