পাহারা খুলে দিলে দেখি সুদর্শন পাখা মেলে একি
এই, এই, উড়ে যাবে,
হাত মেলে ছুঁয়ে দাও যদি ।
তাই শুধু থেকো তাকিয়ে
ঠিক যেন থেমে গিয়ে
রয়েছে দাঁড়িয়ে
তোমার সেই নিথর পৃথিবী
রাত থেকে সকাল অবধি !


একান্ত ব্যক্তিগত যতো ফ্লোরাল প্যাটার্ন
প্রতিভাত হবে
মনে রবে কি না রবে
একদিন
জোনাকি দেখেছো বনে
ফার্নের চিরল পাতায় !


কবিতা খাতায়
বৃষ্টিরা এসে গেলে
চলে এসো
সপসপে ভরাট কবিতা নিয়ে
দেবো না ফিরিয়ে
রাখবো জাগিয়ে
অবান্তর সব গাঢ় কথা দিয়ে
সন্ধ্যা থেকে শুরু করে সারাটাই রাত …
সকাল অবধি।