আগামি বছর আর সমস্ত শহরে
শিরীষেরা আসবেনা আগের মতন
তবু আমি একাকী একাকী হেঁটে
স্লাইড রোড থেকে
এভিনিউ কিউ ("Q") তক্ যাবো
যদি দেখি মন ভুলে
কোনো নীল নয়নার চুলে
প্লাস্টিক ক্লিপ নেই
কেবল শিরীষ!


তুমি চলে যাবে?
শিরীষ রাজ্য নিয়ে?
এ শহর হয়ে যাবে আঁধারে আঁধার!


চশমার কাচে
অমন নোংরা নিয়ে বুঝি কিছু দেখা যায়?
দেখি দেখি দাও দেখি আমি মুছে দিই
মুখের বাস্প দিয়ে সেই কাচে
কুয়াশা বানিয়ে
সীমানা পেরিয়ে তাঁর
সবুজ আঁচলে কেউ
ঢেউ তুলে আর
মুছে দিয়ে বলবে না
"এই নাও, চক্ষু আমার
তোমাকে দিলুম"
খোঁপায় শিরীষ তাঁর
চোখেতে শিরীষ ---!