কে যেন একদিন আলগোছে এক মুঠো আদ্র শালুক বীজ বুনেছিলো আমার ড্রয়ারে,
আজ ওরা মাঝে মাঝে একটা নিরাকার নির্জন দীঘি হয়ে ডাকে, গভীর রাতে!


একদিন কেউ যেন বুক পকেটে এক চিরকুট চুপকথা গুঁজে দিয়েছিলো ক্ষুদ্র কাগজে,
সেটা আজ অতিকায় মহাকাশযান হয়ে ভেসে যেতে চায় তারায় তারায়!


কে যেন একদিন একটি কফি কাপের রিমে
প্রগাঢ় আদ্র রঞ্জনী এঁকে দিয়ে
নিঝুম ক্রিস্টাল কন্ঠ এগিয়ে দিয়ে বলেছিল,
‘ব্বাঃ দারুণতো, নাও, একটা চুমুক দিয়ে দ্যাখোতো কেমন’,
সেই ট্র্যান্সপারেন্ট ক্রিস্টাল রিমের দাগ আজ গোধূলির সাথে মিশে আলট্রা ভায়োলেট বিম যেন …
নিশ্চিহ্ন এবং সর্বস্ব না-দেখা ওয়েভ হয়ে দূরত্ব বাড়ায়,
বাড়াতেই থাকে, কেবল বাড়াতেই থাকে …
গলে যায় নিরিবিলি বহুদূরে সজ্জিতা
কাতানের ঘ্রাণ
এই পৃথিবীর যে কোনো নদীর বাঁকে!