দশটি বছর
- শাহ্ পরান

স্বপ্ন ভরা চোখ, মনে অফুরান আশা,
রঙিন খাতায় আঁকে নতুন সব ভাষা।
স্কুলের পথে ছুটে চলে বন্ধুদের সাথে,
খেলা আর আনন্দে ভরে ওঠে দিন রাতে।

বইয়ের পাতায় খুঁজে কল্পনার দেশ,
বিজ্ঞানের ধাঁধায় মন হয় বিশেষ।
ক্রিকেটের ব্যাট, পায়ে ফুটবল ঘোরে,
গাছের ডালে চড়ে মনটা শুধু ওড়ে।

দাদু-ঠাকুমার গল্পে মন হয় মগ্ন,
মায়ের হাতের রান্না যেন স্বর্গ।
বাবার সাথে ঘুরি দূর-দূরান্তে,
নতুন কিছু শিখি প্রতি মুহূর্তে।

চাঁদের আলোয় স্বপ্ন বোনে ছোট্ট মন,
ভোরের আলোয় জেগে ওঠে সারাক্ষণ।
দশটি বছর যেন এক রঙিন ছবি,
আনন্দে ভরে উঠুক তার আগামী সবই।