জীবনের রঙ
- শাহ্ পরান
কৈশোরের স্বপ্ন চোখে, তারুণ্যের আলো,
জীবনের পথে যেন নতুন সুর এলো।
স্কুল, কলেজ, বন্ধু আর স্বপ্নের ভিড়,
ভবিষ্যতের আশায় মনটা অস্থির।
বইয়ের পাতায় জ্ঞান, বিজ্ঞানের খোঁজ,
খেলাধুলায় মাতে সারাবেলা রোজ।
গিটারের তারে সুর, কবিতার ছন্দ,
জীবনের মানে খোঁজে অবিরত দ্বন্দ্ব।
বাবা-মায়ের স্নেহ, শিক্ষকের দিশা,
নতুন পথে চলতে শেখে ভালোবাসা।
চাঁদের আলোয় স্বপ্ন বোনে তারুণ্য,
ভোরের আলোয় জেগে ওঠে অনন্য।
পনেরোটি বছর যেন এক নতুন শুরু,
স্বপ্নগুলো ডানা মেলে উড়ুক বহুদূর।
জীবনের এই পথে হোক জয়গান,
আনন্দে ভরে উঠুক তার প্রতিটি প্রাণ।