মানুষ
- শাহ্ পরান
মানুষের মাঝে লুকিয়ে আছে এক অচিন পাখি,
সুযোগ পেলে ডানা মেলে, দেয় সে উঁকিঝুঁকি।
কেউবা খোঁজে তারার আলোয় স্বপ্ন নতুন,
কেউবা বাঁচে দুঃখ-সুখের গল্প যত্নে বোনে।
জীবন যেন নদীর ধারা, স্রোতের টানে চলে,
কখনো হাসি, কখনো কান্না, হৃদয় কথা বলে।
মানুষের মন বড়ই আজব, বোঝে কয়জনা,
আশার আলো জ্বেলে রাখে, বাঁচার এই তো ছলনা।
কেউবা আবার স্বার্থের মোহে অন্ধ হয়ে যায়,
সম্পর্কের বাঁধন ছিঁড়ে, দূরে সরে যায়।
তবুও মানুষ বাঁচে স্বপ্ন আর আশা নিয়ে,
ভবিষ্যতের পথে চলে, নতুন গান গেয়ে।