মাটির অহংকার
- শাহ্ পরান
শরীর নিয়ে কিসের এতো অহংকার,
মাটির দেহ মিশবে মাটিতেই আবার।
রূপের ঝলক ক্ষণিকের আলো,
অহংকারে জীবনটা হয় কালো।
আজ তুমি রাজা, কালকে ফকির,
এই দুনিয়ায় সবই তো নশ্বর।
দেহ তো শুধু কয়েকটা হাড়ের সমষ্টি,
তবুও কেন এতো অহংকার সৃষ্টি?
সময় থাকতে হও একটু বিনয়ী,
অহংকার তো শুধু দুঃখ দেয় সই।
মাটির মানুষ মাটি হবে শেষে,
অহংকারের বোঝা রবে মিশে।
তাই বলি শোনো, অহংকার ছাড়ো,
বিনম্র হয়ে জীবনটা গড়ো।