মিষ্টি স্বপ্ন
- শাহ্ পরান

স্মৃতির পাতায় আজও আঁকা সেই দিন,
হারানো সুর বাজে যেন বীণ

শিশুর চোখে ছিল কত স্বপ্ন আশা,
খুঁজতো মন যেন এক নতুন ভাষা।

স্কুলের পথে সেই চেনা সুর,
বন্ধুদের সাথে কত ছিল মধুর।

বৃষ্টি ভেজা দিনে কাগজের নৌকা,
হারিয়ে যাওয়া যেন এক অচেনা থোকা।

সময় যেন আজ বদলে গেছে সব,
তবুও মনে পড়ে সেই উৎসব।

পুরোনো দিনের সেই হাসি আর গান,
আজও যেন করে মন আনচান।

অতীতের দিনগুলো আজও মনে ভাসে,
যেন এক মিষ্টি স্বপ্ন আসে পাশে।