আমাদের জানালায় অলো এসে ধরা দিয়েছিলো একদা,
অলীক আবেগগুলো কোণঠাসা করে ধরেছিলো আরেকবার।
রশ্মিকণা,- পাঁকা ফুলের মতো...
ছড়িয়ে পড়েছিলো বহু স্মৃতি বিজড়িত জানালার কপাট ছাড়িয়ে।
তরঙ্গের কিংবা গুচ্ছের সকল যৌক্তিকতা দুমড়ে মুচড়ে
আরেকবার এসে ছুঁয়েছিলো লোহার শিক, বইয়ের স্তুপ।


অতীতেও আলো এসেছে বহুবার,
শত শত বছর ধরেই জানালা ও আলোর সখ্যতা।
কোন একদিন শুভ্রালোকের আগমন ঘটেছিলো স্বচ্ছ পিরামিডে,
পৃথক হয়েছিলো, পরিণত হয়েছিলো স্বপ্তবর্ণে।