আজ তোমাতে-আমাতে ব্যবধান কত?
থেকেছো আকাশচুম্বী অট্টালিকায়,
ঘুনে ধরা চৌকিতে শয্যা আমার।
সকালে যার প্রতীক্ষায় ব্রাজিলিয়ান কফির কাপ,
কিভাবে সে বোঝে নোংরা কাপে চায়ের চুমুক?
বাবার দামি গাড়ী, জানালা খুলে ওড়াও চুল;
আমি পড়ি জ্যামে,
শরীরের ঘামে ভিজে লোকাল বাসের সিট।


তবু মিল কিছু...
একই গ্রহে বাস, ছোঁওনি আকাশ,
আমি তো ন'ই।
ছুঁয়েছো মাটি, আমি ছুঁই অবিরাম।
কল্পনায় এঁকে যাই অপরের চোখ।
তবু ভালোবাসা থাক; শুধু...
দু'জনের পথচলা দু'দিকেই হোক।