এই ক'দিনে এমন হলো
জ্বরের ঘোরে স্বপ্নগুলো মূর্ছা গেল,
এ সংসারে মিথঃস্ক্রিয়ায়
তোমার আমার দ্বন্দ্ব-দ্বিধা চর্চা পেল।
ভালোবাসার নিয়মনীতি
ব্যক্তিগত জবাবদিহি তেপান্তরে
হঠাৎ দেখি আবেগগুলো
সাবেক হয়ে দিচ্ছে উঁকি এ অন্তরে!
কৃত্য সকল আচার ভুলে
অনিয়মের আসা যাওয়া নিত্য হলো,
রিক্ত হাতের নকশা করা
লাল মেহেদীর সবটুকু রং সিক্ত হলো।
জীর্ণ সময় থমকে থেকে
স্বপ্ন ভাঙ্গার ঘুম ছুটেছে এই শহরে,
এই সহজাত, দিন থেকে রাত
ঘড়ির কাঁটা ছুটছে যেন আট প্রহরে।


এমন করে হারিয়ে গিয়ে
আমার প্রতি এ কোন প্রতিশোধটা নিলে?
এমন সময় ভাবছি বসে
হারিয়ে যাওয়া সেই 'তুমি'টা ভালোই ছিলে।